ফিকহুস সুনান ওয়াল আসার
১২. জিহাদ অধ্যায়
হাদীস নং: ১৮৭০
জিহাদ না করার পাপ
(১৮৭০) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি মৃত্যু বরণ করল, অথচ সে কোনো যুদ্ধের অভিযানে অংশ নিল না এবং নিজের মনে যুদ্ধাভিযানে অংশ নেওয়ার কামনা-পরিকল্পনা করল না, সে মুনাফিকির একটি শাখার মধ্যে মৃত্যুবরণ করল।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: من مات ولم يغز ولم يحدث به نفسه مات على شعبة من نفاق
হাদীসের ব্যাখ্যা:
মুসলিম হাদীসের শেষে বলেন, এই হাদীসের বর্ণনাকারী প্রখ্যাত ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক (১৮১ হি.) বলেন: فنرى أن ذلك كان على عهد رسول الله صلى الله عليه وسلم ‘এই বিধানটি ছিল রাসূলুল্লাহ (ﷺ) এর যুগের জন্য' । অর্থাৎ তাঁর সময়ে যারা সুযোগ থাকা সত্ত্বেও তাঁর সাথে যুদ্ধাভিযানে অংশ নেয় নি তারা মুনাফিকির শাখার উপরে মৃত্যুবরণ করেছে। পরবর্তী যুগে জিহাদ মূলত ফরয কিফায়া এতে শরীক না হলে নিফাকের পাপ হবে না।
