ফিকহুস সুনান ওয়াল আসার

১২. জিহাদ অধ্যায়

হাদীস নং: ১৮৬৭
জিহাদ অধ্যায়
আল্লাহর পথে জিহাদকারীর মর্যাদা
(১৮৬৭) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ দায়িত্ব ও যিম্মাদারি গ্রহণ করে বলেছেন, যে ব্যক্তি তাঁর রাস্তায় বের হয়েছেন, তার বের হওয়ার একমাত্র কারণ হল, আমার প্রতি ঈমান ও আমার রাসূলগণকে সত্য বলে বিশ্বাস করা (মুসলিমের বর্ণনায়: তার বেরোনোর একমাত্র কারণ হল, আমার পথে জিহাদ করা এবং আমার প্রতি ঈমান), তাকে আমি তার প্রাপ্য সাওয়াব ও গনীমতসহ ফেরত নিয়ে আসব অথবা জান্নাতে প্রবেশ করাব।
كتاب الجهاد
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: انتدب (تضمن) الله لمن خرج في سبيله لا يخرجه إلا إيمان بي وتصديق برسلي (لا يخرجه إلا جهادا في سبيلي وإيمانا بي) أن أرجعه بما نال من أجر أو غنيمة أو أدخله الجنة...
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)