ফিকহুস সুনান ওয়াল আসার
১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি
হাদীস নং: ১৮৬০
হদ্দ প্রয়োগে সীমালঙ্ঘন
(১৮৬০) নু'মান ইবন বাশীর রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, হদ্দ ছাড়া অন্য কোনো শাস্তির ক্ষেত্রে যে শাসক বা বিচারক হদ্দের সমপরিমাণ শাস্তি প্রদান করবে সে সীমালঙ্গনকারী।
عن النعمان بن بشير رضي الله عنه مرفوعا: من بلغ حدا في غير حد فهو من المعتدين
