ফিকহুস সুনান ওয়াল আসার
১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি
হাদীস নং: ১৮৫৭
নিজের সম্পদ, পরিবার, জীবন বা ধর্ম রক্ষা করতে যে নিহত হয় সে শহীদ
(১৮৫৭) সায়ীদ ইবন যাইদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে যে নিহত হবে সে শহীদ, নিজের ধর্ম রক্ষা করতে গিয়ে যে নিহত হবে সে শহীদ, নিজের জীবন রক্ষা করতে গিয়ে যে নিহত হবে সে শহীদ এবং নিজের পরিবার-পরিজনকে রক্ষা করতে গিয়ে যে নিহত হবে সে শহীদ।
عن سعيد بن زيد رضي الله عنه مرفوعا: من قتل دون ماله فهو شهيد ومن قتل دون دينه فهو شهيد ومن قتل دون دمه فهو شهيد ومن قتل دون أهله فهو شهيد
