আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৯৪১
৩১৪৪. পরচুলা লাগানো।
৫৫১৬। হুমায়দী (রাহঃ) ......... আসমা (বিনতে আবু বকর) রাযিঃ থেকে বর্ণিত, জনৈক মহিলা নবী (ﷺ) কে জিজ্ঞাসা করলঃ হে আল্লাহর রাসূল! আমার এক মেয়ের বসন্ত রোগ হয়ে মাথার সব চুল ঝরে পড়ে গেছে। আমি তাকে বিবাহ দিয়েছি। তার মাথায় কি পরচুলা লাগিয়ে দিব? তিনি বললেনঃ যে নারী পরচুলা লাগায় এবং যে অপরকে পরচুলা লাগিয়ে দেয়, আল্লাহ তাদের অভিশাপ দিয়েছেন।
