ফিকহুস সুনান ওয়াল আসার

১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি

হাদীস নং: ১৮২০
ইসলাম নির্ধারিত দন্ডবিধি
ব্যভিচার ও ব্যভিচারের অপবাদের জন্য ক্রীতদাসের শাস্তি অর্ধেক আর যাকে অপরাধে বাধ্য করা হবে তার শাস্তি হবে না
(১৮২০) তাবিয়ি নাফি বলেন, একজন ক্রীতদাস যুদ্ধবন্দি দাসদাসীদের রক্ষণাবেক্ষণের কাজ করত। সে ওইসব দাসদাসীদের মধ্য থেকে একজন দাসীকে বাধ্য করে তার সাথে মিলিত হয়। তখন উমার রা. উক্ত ক্রীতদাসকে বেত্রাঘাত করেন এবং দেশান্তর করেন। কিন্তু তিনি ওই দাসীকে বেত্রাঘাত করেন নি; কারণ তাকে তো উক্ত দাস বাধ্য করেছিল ।
كتاب الحدود
عن نافع أن عبدا كان يقوم على رقيق الخمس وأنه استكره جارية من ذلك الرقيق فوقع بها فجلده عمر بن الخطاب رضي الله عنه ونفاه ولم يجلد الوليدة لأنه استكرهها
tahqiqতাহকীক:তাহকীক চলমান