ফিকহুস সুনান ওয়াল আসার
১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি
হাদীস নং: ১৮১৮
অমুসলিম বিবাহিত ব্যক্তি ‘মুহসান' বা ‘পরিপূর্ণ বিবাহিত’ বলে গণ্য নয় এবং তাকে রজম করা হবে না। ইয়াহুদিকে রজম করার ব্যাখ্যা
(১৮১৮) কাবুস ইবন মুখারিক বলেন, (আলী রা.র গভর্নর) মুহাম্মাদ ইবন আবু বাকর সিদ্দীক খলীফা আলী রা.র নিকট চিঠি লিখেন একজন মুসলিমের বিষয়ে বিধান জানতে, যে একজন খ্রিস্টান মহিলার সাথে ব্যভিচার করেছে । তখন আলী রা. তাকে লিখেন, তুমি মুসলিমের উপর শরীআতের শাস্তি বা হদ্দ প্রতিষ্ঠা করো এবং খ্রিস্টান মহিলাকে তার ধর্মের মানুষদের হাতে তুলে দাও।
عن قابوس بن مخارق أن محمد بن أبي بكر كتب إلى علي بن أبي طالب رضي الله عنه يسأله عن مسلم زنى بنصرانية فكتب إليه: أن أقم الحد على المسلم وادفع النصرانية إلى أهل دينها
