ফিকহুস সুনান ওয়াল আসার

১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি

হাদীস নং: ১৮০৬
'মুহসান' বা ‘পরিপূর্ণ বিবাহিত ব্যক্তি ব্যভিচারের স্বীকারোক্তি করলে তাকে 'রজম' বা প্রস্তরাঘাতে হত্যা করতে হবে। শাসকের নিকট স্বীকারোক্তির পদ্ধতি এবং মৃত্যুর পরে করণীয়
(১৮০৬) বুরাইদা** রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) উক্ত ব্যক্তি সম্পর্কে বলেন, তোমাদের অন্যান্য মৃতদের মতোই এই লোকটিকে গোসল করাও, কাফন পরাও, সুগন্ধি লাগাও এবং সালাতুল জানাযা আদায় করো।
عن بريدة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: اصنعوا به ما تصنعون بموتاكم من الغسل والكفن والحنوط والصلاة عليه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৮০৬ | মুসলিম বাংলা