ফিকহুস সুনান ওয়াল আসার
১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি
হাদীস নং: ১৮০৩
'মুহসান' বা ‘পরিপূর্ণ বিবাহিত ব্যক্তি ব্যভিচারের স্বীকারোক্তি করলে তাকে 'রজম' বা প্রস্তরাঘাতে হত্যা করতে হবে। শাসকের নিকট স্বীকারোক্তির পদ্ধতি এবং মৃত্যুর পরে করণীয়
(১৮০৩) নুআইম ইবন হাযযাল রা. থেকে বর্ণিত, উপরের ঘটনার বর্ণনায় তিনি বলেন, যখন রাসূলুল্লাহ (ﷺ) জানতে পারলেন যে, পাথর মারা শুরু হলে লোকটি পালিয়ে যায়, তখন তিনি বললেন, তোমরা তাকে ছেড়ে দিলে না কেন? হয়ত সে তাওবা করত এবং আল্লাহ তার তাওবা কবুল করতেন ।
عن نعيم بن هزال رضي الله عنه: ...هلا تركتموه لعله أن يتوب فيتوب الله عليه
