ফিকহুস সুনান ওয়াল আসার

১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি

হাদীস নং: ১৭৯১
ব্যভিচার ও তার আনুষঙ্গিক কার্যাদির পাপ, চুরি, মদপান ও সুদ খাওয়ার পাপ
(১৭৯১) ইবন মাসউদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে জনগোষ্ঠীর মধ্যে ব্যভিচার অথবা সুদ প্রকাশিত হল তারা নিজেদেরকে আল্লাহর শাস্তির মধ্যে নিক্ষেপ করল ।
عن ابن مسعود رضي الله عنه مرفوعا: ما ظهر في قوم الزنا أو [و] الربا إلا أحلوا بأنفسهم عذاب [عقاب الله
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৭৯১ | মুসলিম বাংলা