ফিকহুস সুনান ওয়াল আসার
১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি
হাদীস নং: ১৭৮০
ইসলাম নির্ধারিত দন্ডবিধি
ন্যায়পরায়ণ শাসকের ফযীলত ও এবং শাসক কর্তৃক নির্ধারিত আইনের শাসন প্রতিষ্ঠার ফযীলত এবং এ দায়িত্ব শাসকের
(১৭৮০) আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কারো দাসী ব্যভিচার করলে তাকে শরীআতের নির্ধারিত শাস্তি হিসাবে বেত্রাঘাত করবে।
كتاب الحدود
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: إذا زنت أمة أحدكم فليجلدها الحد
হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার বলেন, উপরের হাদীসগুলো থেকে বোঝা যায় যে, কোনো প্রকারের আইনানুগ বিচার ও শরীআত নির্ধারিত শাস্তি প্রদানের অধিকার একমাত্র রাষ্ট্রের। ওই সকল হাদীসের আলোকে এই হাদীসটির ব্যাখ্যা হল, এক্ষেত্রে প্রশাসনের মাধ্যমে বা তাদের অনুমতিতে তাদের শাস্তির ব্যবস্থা করবে। আল্লাহই ভালো জানেন।