আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৫৫০৯
আন্তর্জাতিক নং: ৫৯৩৪
৩১৪২. পরচুলা লাগানো।
৫৫০৯। আদম (রাহঃ) ......... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত, জনৈক আনসারী মহিলা বিবাহ করে। এরপর সে এক রোগে আক্রান্ত হল, ফলে তার সব চুল ঝরে যায়। লোকজন তাকে পরচুলা লাগিয়ে দিতে ইচ্ছা করে। আর তারা নবী (ﷺ) এর কাছে এ ব্যাপারে জিজ্ঞাসা করল। তিনি বললেনঃ আল্লাহ লা'নত করেন ঐসব নারীকে, যারা নিজেরা পরচুলা লাগায় এবং যারা অপরকে তা লাগিয়ে দেয়।
ইবনে ইসহাক সূত্রেও অনুরূপ বর্ণিত আছে।
ইবনে ইসহাক সূত্রেও অনুরূপ বর্ণিত আছে।
باب الْوَصْلِ فِي الشَّعَرِ
5934 - حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، قَالَ: سَمِعْتُ الحَسَنَ بْنَ مُسْلِمِ بْنِ يَنَّاقٍ، يُحَدِّثُ، عَنْ صَفِيَّةَ بِنْتِ شَيْبَةَ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا: أَنَّ جَارِيَةً مِنَ الأَنْصَارِ تَزَوَّجَتْ، وَأَنَّهَا مَرِضَتْ فَتَمَعَّطَ شَعَرُهَا، فَأَرَادُوا أَنْ يَصِلُوهَا، فَسَأَلُوا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «لَعَنَ اللَّهُ الوَاصِلَةَ وَالمُسْتَوْصِلَةَ» تَابَعَهُ ابْنُ إِسْحَاقَ، عَنْ أَبَانَ بْنِ صَالِحٍ، عَنِ الحَسَنِ، عَنْ صَفِيَّةَ، عَنْ عَائِشَةَ
