ফিকহুস সুনান ওয়াল আসার

১০. শপথ ও মান্নতের অধ্যায়

হাদীস নং: ১৭৭২
খালিপায়ে পায়ে হেঁটে হজ্জ পালনের মানত করা
(১৭৭২) উকবা ইবন আমির রা. বলেন, আমার ভগ্নি মানত করেন যে, তিনি বাইতুল্লাহ পর্যন্ত খালি পায়ে হেঁটে গিয়ে হজ্জ করবেন। তিনি আমাকে নির্দেশ দেন এ বিষয়ে রাসূলুল্লাহ (ﷺ) কে ফাতওয়া জিজ্ঞাসা করতে । আমি তাঁর কাছে ফাতওয়া চাইলে তিনি বলেন, সে যেন (তার সুবিধামতো) হেঁটেও যায় আরোহণও করে।
عن عقبة بن عامر رضي الله عنه قال: نذرت أختي أن تمشي إلى بيت الله خافية فأمرتني أن أستفتي لها النّبي صلى الله عليه وسلم فاستفتيته فقال: لتمش ولتركب... نذرت أن تمشي إلى البيت حافية غير مختمرة فقال النّي صلى الله عليه وسلم: إن الله لا يصنع بشقاء أختك شيئا فلتركب و لتختمر ولتصم ثلاثة أيام

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, তিনদিন সিয়াম পালনের নির্দেশের কারণ সম্ভবত তিনি মানতের সাথে শপথও করেছিলেন । আল্লাহই ভালো জানেন ।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ১৭৭২ | মুসলিম বাংলা