ফিকহুস সুনান ওয়াল আসার

১০. শপথ ও মান্নতের অধ্যায়

হাদীস নং: ১৭৬১
শপথকারীর শপথ পূরণ করে দেওয়া
(১৭৬১) আয়িশা রা. বলেন, এক মহিলা তাকে একপাত্রে কিছু খেজুর হাদিয়া দেন। তিনি কিছু খেজুর খান এবং কিছু খেজুর বাকি থাকে। তখন সেই মহিলা বলেন, আপনার উপর শপথ করছি, অবশ্যই বাকি খেজুরগুলো খেয়ে নিবেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তার শপথ পূরণ করে দাও; কারণ পাপ তারই হবে যার কারণে শপথটি পূরণ হল না।
عن عائشة رضي الله عنها أنها قالت: أهدت إليها امرأة تمرا في طبق فأكلت بعضا وبقي بعض فقالت: أقسمت عليك إلا أكلت بقيته فقال رسول الله صلى الله عليه وسلم: أبريها فإن الإثم على المحنث
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৭৬১ | মুসলিম বাংলা