আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৫৫০৭
আন্তর্জাতিক নং: ৫৯৩১
৩১৪১. সৌন্দর্যের জন্য সামনের দাঁত কেটে সরু করা ও দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করা।
৫৫০৭। উসমান (রাহঃ) ......... আব্দুল্লাহ (ইবনে মাসউদ রাযিঃ) থেকে বর্ণিত, আল্লাহর লা'নত বর্ষিত হোক সেসব নারীদের উপর, যারা অঙ্গ-প্রত্যঙ্গে উল্কি উৎকীর্ন করে এবং যারা উৎকীর্ণ করায়, আর সেসব নারীদের উপর, যারা চুল, ভ্রূ উঠিয়ে ফেলে এবং সেসব নারীদের উপরও, যারা সৌন্দর্যের জন্য সামনের দাঁত কেটে সরু করে দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করে, এটা করে তারা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন এনে দেয়। রাবী বলেনঃ আমি কেন তার উপর লা'নত করবো না, যাকে নবী (ﷺ) লা'নত করেছেন? আর আল্লাহর কিতাবে আছেঃ ″ রাসূল ﷺ তোমাদের কাছে যে বিধান এনেছেন তা গ্রহণ করো।″
باب الْمُتَفَلِّجَاتِ لِلْحُسْنِ
5931 - حَدَّثَنَا عُثْمَانُ، حَدَّثَنَا [ص:165] جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، قَالَ عَبْدُ اللَّهِ: «لَعَنَ اللَّهُ الوَاشِمَاتِ وَالمُسْتَوْشِمَاتِ، وَالمُتَنَمِّصَاتِ، وَالمُتَفَلِّجَاتِ لِلْحُسْنِ، المُغَيِّرَاتِ خَلْقَ اللَّهِ تَعَالَى» مَالِي لاَ أَلْعَنُ مَنْ لَعَنَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُوَ فِي كِتَابِ اللَّهِ: {وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ} [الحشر: 7]
