ফিকহুস সুনান ওয়াল আসার
৮. তালাক - ডিভোর্স অধ্যায়
হাদীস নং: ১৭৩৪
 তালাক - ডিভোর্স অধ্যায়
ক্রীতদাসের খাদ্য, বস্ত্র এবং তার সাথে বিনম্রতা
(১৭৩৪) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন তোমাদের কারো খাদেম-খাদেমা তার জন্য খাবার এনে উপস্থিত করবে, তখন যদি সে তাকে সাথে নিয়ে খেতে নাও বসে তাহলে অন্তত তাকে যেন এক দুই লোকমা খাবার নিজে হাতে প্রদান করে।
كتاب الطلاق
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: إذا أتى أحدكم خادمه بطعامه فإن لم يجلسه معه فليناوله لقمة أو لقمتين