ফিকহুস সুনান ওয়াল আসার
৮. তালাক - ডিভোর্স অধ্যায়
হাদীস নং: ১৭২৯
পিতামাতা, সন্তানসন্ততি ও পরিবারের সদস্যদের খরচপত্র ও সদ্ব্যবহার
(১৭২৯) জাবির ইবন আব্দুল্লাহ রা. বলেন, একব্যক্তি বলে, হে আল্লাহর রাসূল, আমার ধনসম্পদ আছে এবং সন্তানসন্ততি আছে। আমার পিতা আমার ধনসম্পত্তি সব ভোগ করতে চান। তখন তিনি বলেন, তুমি এবং তোমার ধনসম্পদ তোমার পিতার জন্য।
عن جابر بن عبد الله رضي الله عنهما أن رجلا قال: يا رسول الله إنّ لي مالا وولدا وإن أبي يريد أن يجتاح مالي فقال: أنت ومالك لأبيك
