ফিকহুস সুনান ওয়াল আসার
৮. তালাক - ডিভোর্স অধ্যায়
হাদীস নং: ১৭২৬
পিতামাতা, সন্তানসন্ততি ও পরিবারের সদস্যদের খরচপত্র ও সদ্ব্যবহার
(১৭২৬) আয়িশা রা. বলেন, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ বিনতু উতবা রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আগমন করে বলেন, হে আল্লাহর রাসূল, আবু সুফিয়ান একজন কৃপণ মানুষ। আমার ও আমার সন্তানদের জন্য যথেষ্ট পরিমান খরচপত্র সে আমাকে দেয় না। আমি তাকে না জানিয়ে তার সম্পদ থেকে কিছু না নিলে আমাদের চলে না। এভাবে তাকে না জানিয়ে নিলে কি আমার পাপ হবে? তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তোমার ও তোমার সন্তানদের জন্য ন্যায়সঙ্গতভাবে যা কিছু প্রয়োজন তা তুমি নিয়ে নেবে।
عن عائشة رضي الله عنها قالت: دخلت هند بنت عتبة امرأة أبي سفيان على رسول الله صلى الله عليه وسلم فقالت يا رسول الله إن أبا سفيان رجل شيخ لا يعطيني من النفقة ما يكفيني ويكفي بني إلا ما أخذت من ماله بغير علمه فهل علي في ذلك من جناح فقال رسول الله صلى الله عليه وسلم: خذي من ماله بالمعروف ما يكفيك ويكفي بنيك
