ফিকহুস সুনান ওয়াল আসার

৮. তালাক - ডিভোর্স অধ্যায়

হাদীস নং: ১৭২০
গর্ভধারণের সর্বোচ্চ ও সর্বনিম্ন সময়
(১৭২০) আয়িশা রা. বলেন, একজন নারীর গর্ভধারণের সময়কাল কোনো অবস্থাতেই দুই বছরের একমুহূর্তও বেশী হয় না। কাপড় বোনার চরকির লাঠি ঘুরতে যতটুকু সময় লাগে দুই বছরের উপরে ততটুকু সময়ও গর্ভ থাকে না ।
عن عائشة رضي الله عنها قالت: ما تزيد المرأة في الحمل على سنتين قدر ما يتحول ظل عود المغزل

হাদীসের ব্যাখ্যা:

গর্ভধারণের ন্যূনতম সময় সম্পর্কে ইবন আব্বাস এবং আলী রা. থেকে বর্ণিত হয়েছে যে, গর্ভধারণের ন্যূনতম সময় ছয়মাস। তাদের যুক্তি হল, কুরআন কারীমে ইরশাদ করা হয়েছে:وحمله وفصاله ثلاثون شهرا ‘গর্ভধারণ ও দুগ্ধপান ত্রিশমাস'।২ দুগ্ধপানের পূর্ণ সময় দুইবছর । কাজেই গর্ভধারণের ন্যূনতম সময় ছয়মাস হবে। (বাইহাকি) । [বাইহাকি, আস সুনানুল কুবরা, হাদীস-১৫৫৪৮-১৫৫৫১]
tahqiqতাহকীক:তাহকীক চলমান