ফিকহুস সুনান ওয়াল আসার

৮. তালাক - ডিভোর্স অধ্যায়

হাদীস নং: ১৭০৪
পারস্পরিক অভিশাপ কীভাবে দেওয়া হবে এবং এরপর প্রশাসক বা বিচারক উভয়কে বিচ্ছিন্ন করে দিবেন
(১৭০৪) ইবন উমার রা. বলেন, লিআন বা স্বামী স্ত্রীর ব্যভিচারের অভিযোগজনিত অভিশাপ প্রদানের বিষয়ে সর্বপ্রথম অমুক ব্যক্তি প্রশ্ন করেন তিনি বলেন, হে আল্লাহর রাসূল, আপনি বলুন তো, আমাদের মধ্যে কেউ যদি নিজের স্ত্রীকে অশ্লীলতায় লিপ্ত দেখতে পায় তাহলে সে কী করবে? সে যদি সেই বিষয়ে কথা বলে তাহলে একটি ভয়ানক বিষয়ে কথা বলা হবে। আর যদি সে চুপ করে থাকে তাহলে একটি ভয়ানক বিষয় চেপে যাওয়া হবে। তখন নবী (ﷺ) চুপ করে থাকলেন এবং তার কথার কোনো জবাব দিলেন না । এর কিছু পরে ওই লোকটি এসে বলেন, যে বিষয়ে আমি আপনাকে প্রশ্ন করেছিলাম আমি সেই মুসিবতের মধ্যেই নিপতিত হয়েছি। তখন মহিমাময় মহাপরাক্রান্ত আল্লাহ সূরা নূরের এই আয়াতগুলো অবতীর্ণ করলেন: 'যারা তাদের স্ত্রীগণকে ব্যভিচারের অপবাদ দিচ্ছে'... (সূরা নূরের ৬-৯ আয়াত)। তখন রাসূলুল্লাহ (ﷺ) এই আয়াতগুলো তাকে পাঠ করে শোনালেন, তাকে উপদেশ দিলেন, নসীহত করলেন, এবং তাকে বললেন যে, আখিরাতের শাস্তির চেয়ে দুনিয়ার শাস্তি অনেক হাল্কা ও সহজ । তখন লোকটি বলল, যিনি আপনাকে সত্য দিয়ে প্রেরণ করেছেন তাঁর শপথ, আমি তাকে মিথ্যা অপবাদ দিচ্ছি না । অতঃপর তিনি স্ত্রীকে ডাকালেন, তাকে ওয়ায করলেন, উপদেশ দিলেন এবং তাকে বললেন যে, আখিরাতের শাস্তির চেয়ে দুনিয়ার শাস্তি অনেক হাল্কা ও সহজ। তখন মহিলাটি বলল, যিনি আপনাকে সত্য দিয়ে প্রেরণ করেছেন তাঁর শপথ, নিশ্চয় সে মিথ্যা বলছে। তখন তিনি স্বামীকে দিয়ে শুরু করলেন। স্বামী চারবার আল্লাহর নামে সাক্ষ্য প্রদান করল যে, নিশ্চয় সে সত্য বলছে । পঞ্চমবার সে বলল যে, যদি সে মিথ্যবাদী হয় তাহলে তার উপর আল্লাহর অভিশাপ। অতঃপর দ্বিতীয় পর্যায়ে তিনি স্ত্রীর সাক্ষ্য গ্রহণ করলেন। সে চারবার আল্লাহর নামে সাক্ষ্য দিল যে, নিশ্চয় তার স্বামী মিথ্যাবাদী পঞ্চমবার সে বলল, যদি তার স্বামীর কথা সত্য হয় তাহলে তার উপর আল্লাহর ক্রোধ অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) বিবাহ ভেঙ্গে উভয়কে বিচ্ছিন্ন করে দিলেন ।
عن ابن عمر رضي الله عنهما إن أول من سأل عن ذلك فلان بن فلان قال: يا رسول الله أرأيت أن لو وجد أحدنا امرأته على فاحشة كيف يصنع؟ إن تكلم تكلم بأمر عظيم وإن سكت سكت على مثل ذلك قال: فسكت النّبي صلى الله عليه وسلم فلم يجبه فلما كان بعد ذلك أتاه، فقال: إن الذي سألتك عنه قد ابتليت به فأنزل الله عز وجل هؤلاء الآيات في سورة النور: والذين يرمون أزواجهم فتلاهن عليه ووعظه وذكره وأخبره: أن عذاب الدنيا أهون من عذاب الآخرة قال: لا والذي بعثك بالحق ما كذبت عليها ثم دعاها فوعظها وذكرها وأخبرها أن عذاب الدنيا أهون من عذاب الآخرة. قالت: لا والذي بعثك بالحق إنه لكاذب فبدأ بالرجل فشهد أربع شهادات بالله إنه لمن الصادقين والخامسة أنّ لعنة الله عليه إن كان من الكاذبين ثم ثنى بالمرأة فشهدت أربع شهادات بالله إنه لمن الكاذبين والخامسة أن غضب الله عليها إن كان من الصادقين ثم فرق بينهما

হাদীসের ব্যাখ্যা:

স্বামী যদি স্ত্রীকে ব্যভিচারের অভিযোগ করেন, কিন্তু চারজন প্রত্যক্ষ সাক্ষী না থাকে এবং স্ত্রী সে অভিযোগ অস্বীকার করেন তাহলে উভয়ের মধ্যে শপথ ও অভিশাপের মাধ্যমে সম্পর্ক ছিন্ন করাকে লিআন বলা হয়। (অনুবাদক)
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ১৭০৪ | মুসলিম বাংলা