ফিকহুস সুনান ওয়াল আসার
৮. তালাক - ডিভোর্স অধ্যায়
হাদীস নং: ১৭০১
‘যিহার'র কাফফারা দেওয়ার পূর্বেই যে স্ত্রীর সাথে মিলিত হয়
(১৭০১) সালামা ইবন সাখর আল-বায়াদি রা. বলেন, যে ব্যক্তি যিহার করার পরে কাফফারা দেওয়ার আগেই স্ত্রীর সাথে মিলিত হবে তার বিষয়ে রাসূলুল্লাহ (ﷺ) বলেন, একটিই কাফফারা দিতে হবে।
عن سلمة بن صخر البياضي رضي الله عنه مرفوعا في المظاهر يواقع قبل أن يكفر قال: كفارة واحدة
