ফিকহুস সুনান ওয়াল আসার
৮. তালাক - ডিভোর্স অধ্যায়
হাদীস নং: ১৬৯৯
ঈলা বা 'স্ত্রীর নিকট আর যাব না' বলে প্রতিজ্ঞা করলে তার সময়সীমা
(১৬৯৯) তাবিয়ি ইবরাহীম নাখয়ি বলেন, আব্দুল্লাহ ইবন উনাইস নামক একব্যক্তি স্ত্রীর নিকট গমন করবে না বলে প্রতিজ্ঞা করে। অতঃপর চারমাস অতিক্রান্ত হয়ে যায় লোকটি স্ত্রী গমন করে না। এরপর সে তার প্রতিজ্ঞার কথা ভুলে স্ত্রীতে উপগত হয়। তখন সে তাবিয়ি আলকামা ইবন কাইসের নিকট গমন করে তাকে বিষয়টি বলে । তখন তারা উভয়ে আব্দুল্লাহ্ ইবন মাসউদ রা.র নিকট গমন করেন এবং তাকে প্রশ্ন করেন। তিনি বলেন, এই স্ত্রী তোমার থেকে এক বায়িন তালাকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে । তুমি নতুন করে তাকে বিবাহের প্রস্তাব দাও। তখন সেই ব্যক্তি ওই স্ত্রীর কাছে বিবাহের প্রস্তাব পাঠান এবং নতুনভাবে এক রতল রূপা মোহর প্রদান করেন।
عن إبراهيم أن رجلا يقال له عبد الله بن أنيس آلى من امرأته فمضت أربعة أشهر قبل أن يجامعها ثم جامعها بعد الأربعة وهو لا يذكر يمينه فأتى علقمة بن قيس فذكر ذلك له فأتوا ابن مسعود فسألوه فقال: قد بانت منك فاخطبها إلى نفسها فخطبها إلى نفسها فأصدقها رطلا من فضة
