ফিকহুস সুনান ওয়াল আসার

৮. তালাক - ডিভোর্স অধ্যায়

হাদীস নং: ১৬৮৮
‘খোলা' প্রাপ্তা স্ত্রীর ইদ্দত তালাক প্রাপ্তা স্ত্রীর ইদ্দতের মতোই
(১৬৮৮) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর যুগে সাবিত ইবন কাইসের স্ত্রী তার স্বামীর নিকট থেকে (অর্থের বিনিময়ে) 'খোলা' (বিবাহ বিচ্ছেদ) গ্রহণ করে। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে এক ঋতুস্রাব পরিমাণ ইদ্দত পালনের নির্দেশ দেন।
عن ابن عباس رضي الله عنهما أن امرأة ثابت بن قيس اختلعت من زوجها على عهد النبي صلى الله عليه وسلم فأمرها النبي صلى الله عليه وسلم أن تعتد بحيضة

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, এর ব্যাখ্যা হল, রাসূলুল্লাহ (ﷺ) তাকে স্বামীর ঘরে এক ঋতুস্রাব ইদ্দত পালন করার নির্দেশ দেন। বাকি ইদ্দত সে নিজ পরিবারে এসে পালন করে। কারণ তার স্বামী সাবিত ইবন কাইস তাকে প্রহার করেন এবং তার হাত ভেঙ্গে দেন। এজন্য তিনি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আগমন করে অভিযোগ করেন। তখন তিনি তাকে এই নির্দেশ প্রদান করেন। এই বিষয়টি নাসায়ির বর্ণনায় স্পষ্ট বলা হয়েছে। নাসায়ি এই বর্ণনাটি সহীহ সনদে সঙ্কলন করেছেন। কাজেই এই হাদীস দ্বারা খোলা তালাকের ইদ্দত কম বলে প্রমাণ করা যায় না। আল্লাহই ভালো জানেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৬৮৮ | মুসলিম বাংলা