ফিকহুস সুনান ওয়াল আসার
৮. তালাক - ডিভোর্স অধ্যায়
হাদীস নং: ১৬৭৩
স্ত্রীকে বিবাহ বিচ্ছেদের অধিকার প্রদান করলে যদি তিনি তা সেখানেই প্রয়োগ না করেন তাহলে তা বাতিল হয়ে যাবে
(১৬৭৩) জাবির রা. বলেন, কোনো স্বামী তার স্ত্রীকে নিজ পছন্দমতো বিবাহ রাখার বা বিচ্ছিন্ন করার অধিকার দিলে যদি স্ত্রী সেই বৈঠকেই তার পছন্দ অনুযায়ী কিছু বেছে না নেন, তবে আর কোনো পছন্দের অধিকার থাকবে না।
عن جابر رضي الله عنه قال: إذا خير الرجل امرأته فلم تختر في مجلسها ذلك فلا خيار
