ফিকহুস সুনান ওয়াল আসার
৭. বিবাহ-শাদীর অধ্যায়
হাদীস নং: ১৬৫৪
দুধপান বিষয়ে দুধমাতার একক সাক্ষ্য
(১৬৫৪) উকবা ইবন হারিস রা. বলেন, তিনি উম্মু ইয়াহইয়া বিনতু আবু ইহাবকে বিবাহ করেন। তখন একজন কাফ্রি ক্রতদাসী এসে বলেন, আমি তোমাদের উভয়কে (তোমাকে ও তোমার নববিবাহিতা স্ত্রীকে) দুধ পান করিয়েছিলাম । আমি বিষয়টি নবী (ﷺ) কে জানালাম । তখন তিনি আমার থেকে মুখ ফিরিয়ে নিলেন। আমি সরে গিয়ে আবারো তাকে কথাটি বললাম। তিনি বলেন, মেয়েটি যখন দাবি করছে যে, সে তোমাদের দুইজনকে দুধপান করিয়েছে তখন কীভাবে তাকে স্ত্রীরূপে রাখবে? অতঃপর তিনি তাকে স্ত্রীরূপে রাখতে নিষেধ করলেন (বুখারি বুখারির অন্য বর্ণনায়: ‘তখন উকবা ওই স্ত্রীকে পরিত্যাগ করেন এবং মহিলা অন্য একজন পুরুষকে বিবাহ করেন)।
عن عقبة بن الحارث رضي الله عنه أنه تزوج أم يحيى بنت أبي إهاب قال فجاءت أمة سوداء فقالت قد أرضعتكما فذكرت ذلك للنبي صلى الله عليه وسلم فأعرض عني قال فتنحيت فذكرت ذلك له قال وكيف وقد زعمت أن قد أرضعتكما؟ فنهاه عنها... ففارقها عقبة ونكحت زوجا غيره
হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার বলেন, এ হল বিবাহের ক্ষেত্রে সাবধানতার কারণে। তবে বিচারের ক্ষেত্রে শুধুমাত্র একজন সাক্ষীর সাক্ষ্যে বিচার হবে না। বরং সাক্ষীর জন্য ন্যূনতম সংখ্যা পূরণ করতে হবে। এই হল উমার রা., আলী রা. ও ইবন আব্বাস রা.র মত। এই মতের ভিত্তিতে এই হাদীসের ব্যাখ্যা হল, সাবধানতার জন্য রাসূলুল্লাহ (ﷺ) উকবাকে বিবাহ বহাল রাখতে আপত্তি করেছিলেন। কিন্তু তিনি বিচার হিসাবে বিবাহ ভেঙে দেন নি। বরং উকবা নিজের পক্ষ থেকে ব্যক্তিগত সিদ্ধান্ত হিসাবে স্ত্রীকে পরিত্যাগ করেছিলেন। আল্লাহই ভালো জানেন।
