ফিকহুস সুনান ওয়াল আসার

৭. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ১৬৪৬
এক চুমুক বা দুই চুমুক দুধ পানে বিবাহ হারাম না হওয়ার ব্যাখ্যা
(১৬৪৬) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, এক চুমুক এবং দুই চুমুক দুধপান বিবাহ হারাম করে না। (অর্থাৎ শিশু কারো বুকের দুধ এক চুমুক বা দুই চুমুক মাত্র পান করলে এতে সেই মহিলা তার দুধ-মা বলে গণ্য হবেন না এবং সেই মহিলা ও তার বংশধরদের সাথে দুধ-সম্পর্কে বৈবাহিক নিষেধাজ্ঞা আরোপিত হবে না)।
عن عائشة رضي الله عنها مرفوعا: لا تحرم المصة والمصتان

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, কুরআন কারীমে (সূরা নিসা, ২৩ আয়াত) বিবাহ নিষিদ্ধ নারীগণের বিবরণে বলা হয়েছে, 'তোমাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে তোমাদের মাতাগণ... এবং তোমাদের সেই মাতাগণ যারা তোমাদেরকে দুধ পান করিয়েছেন'। এই আয়াতের সাধারণ অর্থ দ্বারা উপরের হাদীসটির নির্দেশনা রহিত হয়ে গিয়েছে। এছাড়া দুধ-সম্পৰ্কীয় বৈবাহিক নিষেধাজ্ঞা জ্ঞাপক হাদীসগুলোর সাধারণ অর্থও এই হাদীসের অর্থ রহিত করে। কাজেই (দুইবছর বয়স পর্যন্ত সময়ের মধ্যে) শিশু যদি কোনো নারীর বুকের দুধ এক চুমুকও পান করে তাহলে সেই মহিলা ও তার বংশধরকে বিবাহ করা তার জন্য হারাম হয়ে যাবে। অধিকাংশ সাহাবি, তাবিয়ি ও ফকীহ ইমাম এই মত পোষণ করেন । কারণ বিষয়টি বিবাহ হারাম হওয়ার সাথে সম্পর্কিত; কাজেই এ বিষয়ে সাবধানতা অবলম্বন আবশ্যক। অল্প বা বেশি যে কোনো পরিমাণ দুধ কোনা নারীর বুক থেকে কোনো শিশু পান করলেই তাকে বৈবাহিক নিষেধাজ্ঞা আরোপিত হবে। আল্লাহই ভালো জানেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন