ফিকহুস সুনান ওয়াল আসার

৭. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ১৬৩৫
মিলনের আদব
(১৬৩৫) আনাস রা. থেকে রাসূলুল্লাহ (ﷺ) এর কথারূপে বর্ণিত, গাধা যেমন স্ত্রী-গমন করে সেরূপভাবে তোমাদের কেউ যেন স্ত্রীর সাথে মিলিত না হয় যেন তাদের উভয়ের মধ্যে দূত থাকে। তারা বলেন, দূত কী? তিনি বলেন, চুম্বন ও সোহাগ-মূলক কথা।
عن أنس رضي الله عنه مرفوعا قال: لا يقعن أحدكم على أهله كما يقع الحمار وليكن بينهما رسول، قالوا: وما الرسول؟ قال: القبلة والكلام اللين
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৬৩৫ | মুসলিম বাংলা