আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৫৪৯৫
আন্তর্জাতিক নং: ৫৯১৯
৩১৩০. চুলের ঝুটি।
৫৪৯৫। আমর ইবনে মুহাম্মাদ (রাহঃ) ......... আবু বিশর (রাহঃ) থেকে উক্ত বর্ণনায় بِذُؤَابَتِي অথবা بِرَأْسِي বলে বর্ণনা করেছেন।
باب الذَّوَائِبِ
5919 - .......... حَدَّثَنَا عَمْرُو بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا أَبُو بِشْرٍ: بِهَذَا، وَقَالَ: بِذُؤَابَتِي، أَوْ بِرَأْسِي
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
rabi
বর্ণনাকারী:
সহীহ বুখারী - হাদীস নং ৫৪৯৫ | মুসলিম বাংলা