ফিকহুস সুনান ওয়াল আসার
৭. বিবাহ-শাদীর অধ্যায়
হাদীস নং: ১৬২৮
স্বামীর আনুগত্যের ফযীলত ও স্বামীর অধিকারের বর্ণনা
(১৬২৮) আব্দুর রহমান ইবন আউফ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কোনো নারী পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন, রামাদান মাসের সিয়াম পালন করেন, নিজের ইজ্জত আব্রু সংরক্ষণ করেন এবং নিজ স্বামীর আনুগত্য করেন তাহলে তাকে বলা হবে, তুমি জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করো'।
عن عبد الرحمن بن عوف رضي الله عنه مرفوعا: إذا صلت المرأة خمسها وصامت شهرها وحفظت فرجها وأطاعت زوجها قيل لها: أدخلي الجنة من أي أبواب الجنة شئت
