ফিকহুস সুনান ওয়াল আসার
৭. বিবাহ-শাদীর অধ্যায়
হাদীস নং: ১৬১৯
স্ত্রীগণের মধ্যে ইনসাফ করা এবং সময় বণ্টন করা
(১৬১৯) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর স্ত্রীগণের মধ্যে তাঁর দিনগুলো ভাগ করে দিতেন এবং এক্ষেত্রে পূর্ণ ইনসাফের সাথে বণ্টন করতেন এবং তিনি বলেতেন, 'হে আল্লাহ, যে বিষয়ে আমার কর্তৃত্ব আছে ও যা আমার নিয়ন্ত্রণাধীন সে বিষয়ে এ হল আমার কর্ম (আমার বণ্টন) । অতএব যে বিষয়ে আমার কর্তৃত্ব নেই বা আমার নিয়ন্ত্রণাধীন নয় (হৃদয়ের টান, ভালবাসা বা আকর্ষণ) সে বিষয়ে আপনি আমাকে অভিযুক্ত করবেন না'।
عن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم كان يقسم بين نسائه فيعدل ويقول: اللهم هذا فعلي (هذه قسمتي) فيما أملك فلا تلمني فيما لا أملك
