ফিকহুস সুনান ওয়াল আসার
৭. বিবাহ-শাদীর অধ্যায়
হাদীস নং: ১৬১৭
ইসলাম গ্রহণকারীর বিবাহ
(১৬১৭) আমর ইবন শুআইব তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর কন্যা যাইনাব রা.কে তার জামাতা আবুল আস ইবনুর রাবী রা.র নিকট ফিরিয়ে দেন নতুন মোহর ও নতুন বিবাহের মাধ্যমে ।
عن عمرو بن شعيب عن أبيه عن جده أن رسول الله صلى الله عليه وسلم رد ابنته زينب على أبي العاص بن الربيع بمهر جديد ونكاح جديد
হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার বলেন, উভয় হাদীসের মধ্যে সমন্বয় করাই উত্তম। সমন্বয় এভাবে হতে পারে যে, তাঁর কন্যার সম্মান ও মর্যাদার দিকে লক্ষ্য রেখে পূর্ববর্তী বিবাহের কারণেই তিনি তাকে ফিরিয়ে দেন, তবে নতুন একটি আক্দ হয়েছিল, যেখানে নতুনভাবে মোহরের কথা উল্লেখ করা হলেও মোহরের পরিমাণে কোনো বৃদ্ধি করা হয় নি। আল্লাহই ভালো জানেন ।
