ফিকহুস সুনান ওয়াল আসার

৭. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ১৬১৫
ক্রীতদাসী আযাদ হলে পূর্ববর্তী বিবাহ বহাল রাখার বা ভেঙ্গে দেওয়ার স্বাধীনতা পাবে, তার স্বামী স্বাধীন ব্যক্তি হোক বা ক্রীতদাস হোক
(১৬১৫) আয়িশা রা. বারীরা রা.র ঘটনা বর্ণনা প্রসঙ্গে বলেন, বারীরাকে দাসত্বমুক্ত (আযাদ) করা হল। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের অধিকার প্রদান করলেন (পূর্ববর্তী বিবাহ বহাল রাখার বা ছিন্ন করার)। মুসলিমের এক বর্ণনায় অতিরিক্ত বলা হয়েছে: 'বারীরার স্বামী একজন ক্রীতদাস ছিল'।
عن عائشة رضي الله عنها في قصة بريرة قالت: وعتقت فخيرها رسول الله صلى الله عليه وسلم فاختارت نفسها….وكان زوجها عبدا

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, মুসলিমের এক বর্ণনায় উপরোক্ত হাদীসের শেষে বলা হয়েছে: ولوكان حرا لم يخيرها 'যদি বারীরার স্বামী স্বাধীন মানুষ হত তাহলে রাসূলুল্লাহ (ﷺ) তাকে বিবাহ ছিন্ন করার অধিকার দিতেন না'। এই বাক্যটি আয়িশা রা.র কথা নয়। বরং আয়িশা থেকে হাদীসটি বর্ণনাকারী উরওয়া ইবন যুবাইরের কথা নাসায়ি তা স্পষ্টরূপে উল্লেখ করেছেন।
বুখারি ও মুসলিমের এক বর্ণনায় উল্লেখ করা হয়েছে যে, وكان زوجها حرا বারীরার স্বামী একজন স্বাধীনব্যক্তি ছিল । নাসায়ি সাফিয়্যা বিনতু উবাইদ থেকে সহীহ সনদে উল্লেখ করেছেন যে,وكان زوجها عبدا বারীরার স্বামী একজন ক্রীতদাস ছিল। উভয় বর্ণনার মধ্যে এভাবে সমন্বয় দেওয়া যেতে পারে যে, বারীরার স্বামী মূলত একজন ক্রীতদাস ছিলেন। পরে তিনি স্বাধীনতা প্রাপ্ত হন । আল্লাহই ভালো জানেন ।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ১৬১৫ | মুসলিম বাংলা