ফিকহুস সুনান ওয়াল আসার
৭. বিবাহ-শাদীর অধ্যায়
হাদীস নং: ১৫৯৭
প্রাপ্তবয়স্কা মেয়ের বিবাহের জন্য অভিভাবক শর্ত নয়
(১৫৯৭) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, স্বামীহীনা (প্রাপ্তবয়স্কা) নারী নিজের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে অভিভাবকের চেয়েও বেশী অধিকার রাখে। আর কুমারী মেয়েকে তার নিজের বিষয়ে মতামত ও সম্মতি গ্রহণ করতে হবে। তার নীরবতা সম্মতি বলে গণ্য ।
عن ابن عباس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: الأيم أحق بنفسها من وليها والبكر تستأذن في نفسها وإذنها صماتها
হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার বলেন, এই হাদীস থেকে বোঝা যায় যে, স্বামীহীনা প্রাপ্তবয়স্কা নারীর বিবাহে অভিভাবকের অনুমতি শর্ত নয়। কারণ হাদীসে বলা হয়েছে যে, তারই অধিকার বেশি। অর্থাৎ অভিভাবকের যেমন অধিকার রয়েছে বিবাহ দেওয়ার, তারও তেমনি অধিকার রয়েছে বিবাহ করার। তবে তার অধিকারই বেশি এজন্য অভিভাবকের দায়িত্বে সম্পাদিত বিবাহ চুক্তি যেমন বৈধ হবে, তেমনি তার নিজের দায়িত্বে সম্পাদিত বিবাহ চুক্তিও বৈধ হবে। আল্লাহই ভালো জানেন।
হাদীসে الأيم শব্দ উল্লেখ করা হয়েছে। এর অর্থ ‘স্বামীহীনা নারী’, কুমারী হোক অথবা বিধবা বা স্বামী পরিত্যাক্তা হোক । এই অর্থে আরব কবি বলেন: أفاطم إني هالك فتثبتي • ولا تجزعي كل النساء تئيم ‘হে ফাতিমা, আমি মৃত্যু বরণ করতে চলেছি। তুমি সুদৃঢ় থেকো এবং অস্থির হোয়ো না । সকল নারীই তো স্বামীহীনা হয়'।
হাদীসে الأيم শব্দ উল্লেখ করা হয়েছে। এর অর্থ ‘স্বামীহীনা নারী’, কুমারী হোক অথবা বিধবা বা স্বামী পরিত্যাক্তা হোক । এই অর্থে আরব কবি বলেন: أفاطم إني هالك فتثبتي • ولا تجزعي كل النساء تئيم ‘হে ফাতিমা, আমি মৃত্যু বরণ করতে চলেছি। তুমি সুদৃঢ় থেকো এবং অস্থির হোয়ো না । সকল নারীই তো স্বামীহীনা হয়'।
