ফিকহুস সুনান ওয়াল আসার

৭. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ১৫৯২
অস্থায়ী বিবাহ হারাম
(১৫৯২) রাবী ইবন সাবরাহ তার পিতা সাবরাহ ইবন মা'বাদ রা. থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, আমি তোমাদেরকে অস্থায়ীভাবে বিবাহের মাধ্যমে নারী-উপভোগের অনুমতি প্রদান করেছিলাম। কিন্তু আল্লাহ তা কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছেন।
عن الربيع بن سبرة عن أبيه أن رسول الله صلى الله عليه وسلم قال: إني قد كنت أذنت لكم في الاستمتاع من النساء وإن الله قد حرم ذلك إلى يوم القيامة
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)