ফিকহুস সুনান ওয়াল আসার

৭. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ১৫৫৫
বিবাহের জন্য ইসতিখারা করা
(১৫৫৫) আবু আইউব আনসারি রা. বিবাহের জন্য ইসতিখারা সম্পর্কে বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তুমি তোমার প্রস্তাব গোপন রাখবে। অতঃপর তুমি ওযু করবে এবং তা সুন্দর করে করবে এবং আল্লাহ তোমাকে যতটুকু তাওফীক দেন সালাত আদায় করবে। অতঃপর তোমার প্রভুর প্রশংসা করবে এবং তার মর্যাদা বর্ণনা করবে। অতঃপর বলবে, 'হে আল্লাহ, আপনি ক্ষমতাবান আর আমি অক্ষম, আপনি জানেন আর আমি জানি না, আর আপনি সকল গায়িবের মহাজ্ঞানী। যদি আপনি জানেন যে, অমুক মেয়ে তুমি তার নাম উল্লেখ করবে- আমার দ্বীন, দুনিয়া ও আখিরাতের জন্য কল্যাণময় তাহলে আপনি তাকে আমার জন্য নির্ধারণ করে দিন। আর যদি অন্য কোনো মেয়ে আমার দ্বীন, দুনিয়া ও আখিরাতের জন্য জন্য তার চেয়েও বেশী কল্যাণময় হয় তাহলে আপনি তাকে আমার জন্য নির্ধারণ করে দিন।
عن أبي أيوب الأنصاري رضي الله عنه مرفوعا في استخارة النكاح: أكتم الخطبة ثم توضأ فأحسن وضوءك ثم صل ما كتب الله لك ثم احمد ربك ومجده ثم قل: اللهم إنك تقدر ولا أقدر وتعلم ولا أعلم وأنت علام الغيوب فإن رأيت لي في فلانة تسميها باسمها خيرا لي في ديني ودنياي وآخرتي فاقدرها لي وإن كان غيرها خيرا لي (منها) في ديني ودنياي وآخرتي فاقدرها لي
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৫৫৫ | মুসলিম বাংলা