ফিকহুস সুনান ওয়াল আসার
৭. বিবাহ-শাদীর অধ্যায়
হাদীস নং: ১৫৪৯
বিবাহে উৎসাহপ্রদান এবং সাধ্য থাকলেও বিবাহ না করা থেকে ভীতিপ্রদর্শন
(১৫৪৯) ইবন মাসউদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে বলেছেন, হে যুবকেরা, তোমাদের মধ্যে যারা বিবাহের দায়িত্বাদি পালন করতে সক্ষম তারা যেন বিবাহ করে, কারণ বিবাহ তার চক্ষুকে অধিকতর সংযত করবে এবং তার যৌন-অঙ্গকে অধিকতর সংযত-সংরক্ষিত রাখবে। আর যে তাতে সক্ষম হবে না সে যেন সিয়াম পালন করে।
عن ابن مسعود رضي الله عنه قال: قال لنا رسول الله صلى الله عليه وسلم: يا معشر الشباب من استطاع الباءة فليتزوج فإنه أغض للبصر وأحصن للفرج ومن لم يستطع فعليه بالصوم
