ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৫৩৩
হাজির সাথে সাক্ষাত করা ও তার নিকট দুআ চাওয়া
(১৫৩৩) উমার রা. বলেন, তোমরা হজ্জ পালনকারী, উমরাহ পালনকারী ও যুদ্ধ থেকে প্রত্যাবর্তনকারীদের সাথে সাক্ষাত করবে, যেন তারা পূত-পবিত্রতা হারানোর আগেই তোমাদের জন্য দুআ করেন।
عن عمر رضي الله عنه قال: تلقوا الحجاج والعمار والغزاة فليدعوا لكم قبل أن يتدنسوا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৫৩৩ | মুসলিম বাংলা