ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৫৩১
সমস্ত মিনা ও মক্কার অলিগলি গিরিপথ সবই কুরবানীর স্থান
(১৫৩১) জাবির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সমগ্র আরাফাত অবস্থানের স্থান, সমগ্র মিনা জবাইয়ের স্থান, সমগ্র মুযদালিফা অবস্থানের স্থান এবং মক্কার সকল অলিগলি গিরিপথই যাতায়াতের রাস্তা ও জবাইয়ের স্থান।
عن جابر رضي الله عنه مرفوعا: كل عرفة موقف وكل منى منحر وكل المزدلفة موقف وكل فجاج مكة طريق ومنحر
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৫৩১ | মুসলিম বাংলা