ফিকহুস সুনান ওয়াল আসার
৬. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ১৫০৭
ইহরামকারী শিকার করলে তার ক্ষতিপূরণ হবে শিকারের আকৃতি অনুসারে
(১৫০৭) ইবরাহীম নাখয়ি থেকে বর্ণিত, তিনি বলেন, প্রাণি শিকারের প্রতিফলে যদি গৃহপালিত পশু জবাই করা হয় তাহলে তা মক্কায় করতে হবে । আর এক্ষেত্রে দান করলে বা সিয়াম পালন করলে যেখানে ইচ্ছা তা করতে পারবে।
عن إبراهيم قال: ما كان من دم فبمكة وما كان من صدقة أو صوم فحيث شاء
