ফিকহুস সুনান ওয়াল আসার
৬. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ১৪৯২
হজ্জের একটি কর্মকে আরেকটি কর্মের আগে আদায় করার বিধান
(১৪৯২) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কে (১০ই যিলহজ্জ হজ্জের কর্মকাণ্ড) জবাই করা, মাথা মুণ্ডানো, কঙ্কর নিক্ষেপ করা এবং (এ সকল বিষয়ে) আগে-পিছে করা সম্পর্কে প্রশ্ন করা হয়। তখন তিনি উত্তরে বলেন, কোনো অসুবিধা নেই।
عن ابن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قيل له في الذبح والحلق والرمي والتقديم والتأخير فقال لا حرج
হাদীসের ব্যাখ্যা:
১০ই যিলহজ্জ মিনায় ফেরার পরে হাজির উপর দায়িত্ব হল, জামারায় কঙ্কর নিক্ষেপ করা, হজ্জের পশু বা হাদৃঈ জবাই করা, মাথার চুল মুড়ানো বা ছাটা এবং বাইতুল্লাহর তাওয়াফে ইফাদা আদায় করা। এই কর্মগুলোর পরম্পরা উল্টানো বা আগে পিছে করার বিধান এই অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে। (অনুবাদক)
