ফিকহুস সুনান ওয়াল আসার
৬. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ১৪৮৫
কে তামাত্তুকারী বলে গণ্য হবেন
(১৪৮৫) ইবন উমার রা. থেকে বর্ণিত, তিনি বলেছেন, যদি কেউ হজ্জের মাসগুলোর মধ্যে উমরাহ পালন করে এবং এরপর মক্কায় অবস্থান করতে করতে হজ্জের সময় এসে যায়, সে যদি হজ্জ করে তাহলে তামাত্তু পালনকারী বলে গণ্য হবে।
عن ابن عمر رضي الله عنهما من اعتمر في أشهر الحج ... ثم أقام بمكة حتى يدركه الحج فهو متمتع إن حج
