ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৪৮৩
হজ্জের পশুর দেহে চিহ্ন প্রদান ও তার গলায় চিহ্ন পরানো
(১৪৮৩) মিসওয়ার ইবন মাখরামা রা. বলেন, হুদাইবিয়ার সময়ে রাসূলুল্লাহ (ﷺ) সহস্রাধিক সাহাবিকে সাথে নিয়ে মদীনা থেকে বের হলেন। যখন তারা যুল হুলাইফায় আগমন করলেন তখন নবী (ﷺ) হাদঈ বা হজ্জের পশুর গলায় চিহ্ন ঝুলিয়ে দিলেন এবং তার পিঠে চিহ্ন প্রদান করলেন এবং তিনি উমরার ইহরাম করলেন।
عن المسور بن مخرمة قال: خرج النبي صلى الله عليه وسلم زمن الحديبية من المدينة في بضع عشرة مائة من أصحابه حتى إذا كانوا بذي الحليفة قلد النبي صلى الله عليه وسلم الهدي وأشعر وأحرم بالعمرة

হাদীসের ব্যাখ্যা:

হজ্জের জন্য নির্ধারিত পশুর পিঠের ডানপাশে সামান্য আঘাত করে রক্ত বের করা বা ব্রান্ডিং' করা, যেন সবাই বুঝতে পারে যে, পশুটি হজ্জ শেষে জবাই করার জন্য হাদঈরূপে নেওয়া হচ্ছে।

গ্রন্থকার বলেন, হজ্জের পশুর দেহে সামান্য ক্ষত সৃষ্টির মাধ্যমে চিহ্ন প্রদান ভালো তবে এ বিষয়ে সুন্নাতের সীমা অতিক্রম করা মাকরূহ কারণ রাসূলুল্লাহ (ﷺ) জীব-জানোয়ারকে কষ্ট দিতে এবং অঙ্গহানি করতে নিষেধ করেছেন, যা বুখারি উদ্ধৃত করেছেন ।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ১৪৮৩ | মুসলিম বাংলা