ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৪৬৩
মুলতাযাম (বাইতুল্লাহর দরজা ও হাজারে আসত্তাদের মধ্যবর্তী স্থান)
(১৪৬৩) ইবন আব্বাস রা. বলেন, বাইতুল্লাহর দক্ষিণ-পূর্ব কোণ (যে কোণে হাজারে আসওয়াদ লাগানো) এবং বাইতুল্লাহর দরজা এতদুভয়ের মধ্যে আলিঙ্গনের স্থান বা মুলতাযাম।
ابن عباس رضي الله عنهما قال: الملتزم ما بين الركن والباب
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৪৬৩ | মুসলিম বাংলা