ফিকহুস সুনান ওয়াল আসার
৬. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ১৪৬৩
হজ্ব - উমরার অধ্যায়
মুলতাযাম (বাইতুল্লাহর দরজা ও হাজারে আসত্তাদের মধ্যবর্তী স্থান)
(১৪৬৩) ইবন আব্বাস রা. বলেন, বাইতুল্লাহর দক্ষিণ-পূর্ব কোণ (যে কোণে হাজারে আসওয়াদ লাগানো) এবং বাইতুল্লাহর দরজা এতদুভয়ের মধ্যে আলিঙ্গনের স্থান বা মুলতাযাম।
كتاب الحج
ابن عباس رضي الله عنهما قال: الملتزم ما بين الركن والباب
হাদীসের তাখরীজ (সূত্র):
(আব্দুর রাযযাক সহীহ সনদে)।[মু সান্নাফ আব্দুর রাযযাক, হাদীস-৯০৪৭; মুসান্নাফ ইবন আবী শাইবা, হাদীস-১৩৭৭৮]
ইবন হাজার 'আদ দিরাইয়াহ' গ্রন্থে (২/৩১) হাদীসটির সনদ সহীহ বলে উল্লেখ করেছেন। ( গ্রন্থকার)
ইবন হাজার 'আদ দিরাইয়াহ' গ্রন্থে (২/৩১) হাদীসটির সনদ সহীহ বলে উল্লেখ করেছেন। ( গ্রন্থকার)