ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৪৪৩
হজ্ব - উমরার অধ্যায়
দশই জিলহজ্জ জামরাতুল আকাবার কঙ্কর নিক্ষেপ, এরপর জবাই, এরপর মাথা মুড়ানো বা চুল ছোট করা
(১৪৪৩) উম্মুল হুসাইন রা. বলেন, বিদায় হজ্জের সময় তিনি শুনলেন যে, রাসূলুল্লাহ (ﷺ) যারা (হজ্জের জন্য) মাথা টাক করেন তাদের জন্য তিনবার এবং যারা (হজ্জের জন্য) মাথার চুল ছাটেন তাদের জন্য একবার দুআ করলেন ।
كتاب الحج
عن أم الحصين رضي الله عنها أنها سمعت النبي صلى الله عليه وسلم في حجة الوداع دعا للمحلقين ثلاثا وللمقصرين مرة.
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
ফিকহুস সুনান - হাদীস নং ১৪৪৩ | মুসলিম বাংলা