ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৩৮৫
হজ্ব - উমরার অধ্যায়
তালবিয়া পাঠ করা ফরয
(১৩৮৫) মক্কার তাবিয়ি ফকীহ আতা' ইবন আবী রাবাহ (মৃ. ১১৪ হি.) বলেন, তালবিয়া হজ্জের ফরয।
كتاب الحج
عن عطاء قال التلبية فرض الحج

হাদীসের তাখরীজ (সূত্র):

(আতা'র মতটি সায়ীদ ইবন মানসুর সহীহ সনদে তার থেকে উদ্ধৃত করেছেন। তাবারি ইবন উমার থেকে অনুরূপ মতামত উদ্ধৃত করেছেন)। [সুনান সায়ীদ ইবন মানসুর, হাদীস-৩৩৫; ইবন হাজার, ফাতহুল বারি ৩/৪১১; তাফসীর তাবারি ৪/১২১।
tahqiqতাহকীক:তাহকীক চলমান