আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৫৪৬২
আন্তর্জাতিক নং: ৫৮৮২
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৩১১৭. হার ধার নেয়া।
৫৪৬২। ইসহাক ইবনে ইবরাহীম (রাহঃ) ......... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, (একবার কোন এক সফরে) আসমার একটি হার (আমার নিকট থেকে) হারিয়ে যায়। নবী (ﷺ) কয়েকজন পুরুষলোককে সেটির সন্ধানে পাঠান। এমন সময় নামাযের সময় উপস্থিত হল। তাদের কারও উযু ছিল না এবং তারা উযুর পানিও পেলেন না। সুতরাং বিনা উযুতেই তাঁরা নামায আদায় করে নিলেন। (ফিরে এসে) তারা নবী (ﷺ) এর নিকট এ বিষয়টির উল্লেখ করলেন। তখন আল্লাহ তাআলা তায়াম্মুমের আয়াত নাযিল করেন।
ইবনে নুমাইর হিশামের সূত্রে বর্ণনায় এ কথা অতিরিক্ত বর্ণনা করেছেন যে, ঐ হার আয়েশা (রাযিঃ) আসমা (রাযিঃ) থেকে ধার নিয়েছিলেন।
ইবনে নুমাইর হিশামের সূত্রে বর্ণনায় এ কথা অতিরিক্ত বর্ণনা করেছেন যে, ঐ হার আয়েশা (রাযিঃ) আসমা (রাযিঃ) থেকে ধার নিয়েছিলেন।
كتاب اللباس
باب اسْتِعَارَةِ الْقَلاَئِدِ
5882 - حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا عَبْدَةُ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: «هَلَكَتْ قِلاَدَةٌ لِأَسْمَاءَ، فَبَعَثَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي طَلَبِهَا رِجَالًا، فَحَضَرَتِ الصَّلاَةُ وَلَيْسُوا عَلَى وُضُوءٍ، وَلَمْ يَجِدُوا مَاءً، فَصَلَّوْا وَهُمْ عَلَى غَيْرِ وُضُوءٍ، فَذَكَرُوا ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَنْزَلَ اللَّهُ آيَةَ التَّيَمُّمِ» زَادَ ابْنُ نُمَيْرٍ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ: اسْتَعَارَتْ مِنْ أَسْمَاءَ