ফিকহুস সুনান ওয়াল আসার

৫. রোযার অধ্যায়

হাদীস নং: ১২৯৫
সিয়াম পালনকারীকে ইফতার করানোর মর্যাদা
(১২৯৫) যাইদ ইবন খালিদ জুহানি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি কোনো সিয়াম পালনকারীকে ইফতার করাবে তার জন্য সিয়াম পালনকারীর সমপরিমাণ পুরস্কার বা সাওয়াব লেখা হবে, তবে সিয়াম পালনকারীর সাওয়াব বা পুরস্কার একটুও কমানো হবে না।
عن زيد بن خالد الجهني رضي الله عنه مرفوعا: من فطر صائما كتب له مثل أجره إلا أنه لا ينقص من أجر الصائم شيء
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১২৯৫ | মুসলিম বাংলা