ফিকহুস সুনান ওয়াল আসার
৫. রোযার অধ্যায়
হাদীস নং: ১২৯১
সুবহে সাদিক থেকে সিয়াম শুরু এবং সূর্যাস্তের সাথে সাথে শেষ হবে
(১২৯১) সামুরাহ ইবন জুনদুব রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বিলালের আযান বা দিগন্তের লম্বা শুভ্রতা যেন তোমাদেরকে তোমাদের সারি থেকে ধোঁকা না দেয়, যতক্ষণ না প্রভাতের শুভ্রতা এভাবে ছড়িয়ে পড়ে, হাদীসের বর্ণনাকারী তাবি’-তাবিয়ি হাম্মাদ ইবন যাইদ (১৭৯ হি.) তার দুইহাত দিয়ে প্রভাতের আভা ছড়িয়ে পড়ার বর্ণনা দিয়ে বলেন, অর্থাৎ, দিগন্তব্যাপী আড়াআড়িভাবে।
عن سمرة بن جندب رضي الله عنه مرفوعا: لا يغرنكم من سحوركم أذان بلال ولا بياض الأفق المستطيل هكذا حتى يستطير هكذا وحكاه حماد بيديه قال يعني معترضا
