ফিকহুস সুনান ওয়াল আসার

৫. রোযার অধ্যায়

হাদীস নং: ১২৮৮
নফল সিয়ামের ক্ষেত্রে ফজরের পরে সিদ্ধান্ত গ্রহণ এবং সিদ্ধান্ত গ্রহণের পরে ভেঙ্গে দিলে কাযা করার বিধান
(১২৮৮) আয়িশা রা.র অন্য বর্ণনায় আরো রয়েছে, রাসূলুল্লাহ (ﷺ) ......... কিন্তু ক্ষীর আমার নিকট এগিয়ে দাও। আমি এর পরিবর্তে অন্য বলেন, আরেক দিন সিয়াম পালন করব'।
عن عائشة رضي الله عنها... وفيه ... ولكن قربيه سأصوم يوما مكان ذلك
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১২৮৮ | মুসলিম বাংলা