ফিকহুস সুনান ওয়াল আসার

৫. রোযার অধ্যায়

হাদীস নং: ১২৭৬
একজন মুসলিমের সংবাদে রামাদানের চাঁদ দেখা প্রমাণিত করা
(১২৭৬) ইবন আব্বাস রা. বলেন, একজন বেদুঈন নবী (ﷺ) এর কাছে এসে বলে, আমি চাঁদ, অর্থাৎ রামাদানের চাঁদ দেখেছি । তখন তিনি বলেন, তুমি কি সাক্ষ্য দাও যে, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই? সে বলে, হ্যাঁ । তিনি বলেন, তুমি কি সাক্ষ্য দাও যে, মুহাম্মাদ (ﷺ) আল্লাহর রাসূল? সে বলে, হ্যাঁ। তিনি বলেন, হে বিলাল, মানুষের মধ্যে ঘোষণা করে দাও, তারা যেন আগামীকাল (থেকে) সিয়াম পালন করে।
عن ابن عباس رضي الله عنهما قال: جاء أعرابي إلى النبي صلى الله عليه وسلم فقال إني رأيت الهلال يعني رمضان فقال أتشهد أن لا إله إلا الله؟ قال نعم قال أتشهد أن محمدا رسول الله؟ قال نعم قال يا بلال أذن في الناس فليصوموا غدا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১২৭৬ | মুসলিম বাংলা